পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেফতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি

 

পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেফতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আরও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেফতারের অনুমতি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মহানগর ডেস্ক

১ মিনিটে পড়ুন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাইদ সই করা এক আদেশে এই অনুমতি দেয়া হয়। 

চার পুলিশ কর্মকর্তা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) জুয়েল রানা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
 
শাহেন শাহ্ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।

এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেফতারের অনুমতি দিয়েছিল মন্ত্রণালয়।

No comments

Powered by Blogger.