বিএনপি মহাসচিবের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

বিএনপি মহাসচিবের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

“আমরা আলোচনা করেছি, ভুটানের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা দুই দেশের বাণিজ্য আরও বড় দিকে নিয়ে যেতে চাই।“

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল।

বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূতের গাড়ি প্রবেশ করে।

ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুইদেশের দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।



বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আমীর খসুর বলেন, “ভুটানের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আমাদের এক ঘণ্টার উপরে আলোচনা হয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।


“আমরা আলোচনা করেছি, ভুটানের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা দুই দেশের বাণিজ্য আরও বড় দিকে নিয়ে যেতে চাই। ভুটান প্রস্তাব করেছেন, ভুটান থেকে হাইড্রো পাওয়ার আনার সুযোগ আছে। উনার এদিকে নজর দেবেন বলে আমাদের জানিয়েছেন।”

দক্ষিণষ এশীয় সহযোগিতা ফোরাম সার্ক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে আমীর খসরু।

“এটাকে কীভাবে আরও কার্য্করভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তা নিয়ে আমরা কথা বলেছি। দক্ষিণ এশিয়ার ইন্ট্রিগেশনটা আমরা কীভাবে সার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি তা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি।”


No comments

Powered by Blogger.